মাঝেমধ্যেই আমি কুরআনের আলো প্রতিযোগিতাটা দেখি। আমি দেখি আর অবাক হই। কী বিস্ময়কর এক শক্তি আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন কুরআনুল কারিমের মধ্যে। সেই শক্তি এস্তেমাল করে শত শত পৃষ্ঠা, হাজার হাজার আয়াত, লাখ লাখ শব্দ একেবারে অনুপুঙ্খভাবে মুখস্থ রেখেছে পিচ্চি পিচ্চি বাচ্চাগুলো। শুধু একটা শব্দ বলে দিচ্ছেন বিচারকরা, ব্যস। সেই শব্দ পুরো কুরআনের কোথায় কোথায় আছে, কতবার আছে, মুহূর্তের মধ্যেই বলে দিচ্ছে বাচ্চা বাচ্চা হাফিজরা। আবার সেই শব্দ ধরে বিরতিহীনভাবে শুনিয়ে যাচ্ছে আয়াতের পর আয়াত।
কী বিস্ময়কর এক কিতাব! কী বিস্ময়কর প্রতিভা এই কিতাব হিফজকারীদের।
আছে কোনো কিতাব, যেটা এইভাবে এ-টু-জেড কণ্ঠস্থ রাখা যাবে?
আছে কোনো বিধর্মী, যে এইভাবে তাদের ধর্মীয় কিতাব মুখস্থ করতে পারবে?
কিয়ামত পর্যন্ত সময় থাকল।