তুমি দেখে নিয়ো, ফিরে এলে সামান্য কষ্টেই মেজাজটা আর বিগড়ে যাবে না। খামোখা ঝগড়া লাগবে না কারও সাথে। না পাওয়ার বেদনা তাড়া করবে না কখনো। হতাশা নামক শব্দটা হারিয়ে যাবে তোমার অভিধান থেকে। অন্যরকম প্রশান্তি আসবে হৃদয়ে। ফুরফুরে লাগবে সবকিছু। কেমন জানি একটু বেশিই সতেজতা অনুভব করবে। আকাশটা আগের চেয়েও নীল মনে হবে। দখিনা বাতাসটাকে উপলব্ধি করতে পারবে আরও প্রবলভাবে। রুপোলি জোছনা কথা বলবে তোমার সাথে। আকাশের মেঘ ইশারায় ডাকবে শ্রাবণ-দিনে। বৃষ্টিবিলাসে পুলকিত হবে হৃদয়। কাননের সুবাসিত হাওয়া মুগ্ধ করবে বারেবারে। আপন মনে হবে রোদ্দুরকে। পাহাড়ের কলতান, ঝর্নার বহমান ধারা, পুবালি বাতাস, শীতের শিশির, ফুলের সুবাস, জোনাকির আলো—সবকিছু কেমন যেন নতুন মনে হবে। কেমন জানি এক অন্যরকম রোমাঞ্চ অনুভব করবে। এই তুমি, এক নতুন তুমিতে রূপান্তরিত হবে।
ভাই আমার! তোমার মধ্যেই খালিদ ইবনু ওয়ালিদ লুকিয়ে আছে। নিজের সে প্রতিভাকে গলাটিপে হত্যা কোরো না। তাকে বিকশিত হতে দাও। হাল ধরো এই ধরণীর। যত অনিয়ম আর উশৃঙ্খলতা আছে, সব মুছিয়ে দাও। যত ব্যথা-বেদনা আছে, সব দূর করে দাও। দাসত্বের যত শৃঙ্খল আছে, সব ছিন্নভিন্ন করে দাও। পৃথিবী তোমার প্রতীক্ষায়…
বই : তুমি ফিরবে বলে
লেখক : জাকারিয়া মাসুদ
সম্পাদক : হাফিজ আল মুনাদি
পৃষ্ঠা : ১৯২
মুদ্রিত মূল্য : ৩০০৳
কিনতে চাইলে নিচের লিংকগুলোতে চলে যান :